আহমেদাবাদে আইপিএলের ফাইনাল, মুল্লানপুরে ‘প্লে-অফ’

ছবি: ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরের দুই ফাইনালিষ্ট হিসেবে কলকাতা ও সানরাইজার্স হায়দরাবাদের মাঠেই হওয়ার কথা ছিল নক আউটের ম্যাচ। তবে ভারত ও পাকিস্তানের সংঘাতের পর আইপিএল শুরু হওয়ার পর থেকেই শঙ্কা ছিল কলকাতায় প্লে-অফের ম্যাচ আয়োজন নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কা সত্যি হয়েছে।
চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান
২ ঘন্টা আগে
দ্বিতীয় কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনালও হচ্ছে না কলকাতার ইডেন গার্ডেন্সে। হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা থাকলেও সেটা সরিয়ে নেয়া হয়েছে মুল্লানপুর। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার ও ৩০ মে অনুষ্ঠিত হবে এলিমিনেটর। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

কলকাতায় পাওয়েলের বদলি শিভাম
১৮ মে ২৫
২৩ মে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা। তবে বৃষ্টির কথা মাথায় রেখে সরিয়ে নেয়া হয়েছে ম্যাচটি। নতুন সূচিতে একই দিনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠ একানা স্টেডিয়ামের মাঠে। বেঙ্গালুরুর সবশেষ ম্যাচ ছিল কলকাতার বিপক্ষে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা ভেস্তে গেছে। এজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আগামী কয়েকদিন ভারতের দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য ৬০ মিনিট বাড়িয়ে দেয়া হয়েছে। যার ফলে বৃষ্টি হলেও অতিরিক্ত ৬০ মিনিট সময় পাওয়া যাচ্ছে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের জন্য। এখন পর্যন্ত আইপিএলের সেরা চার নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও বেঙ্গালুরু।