promotional_ad

হায়দরাবাদকে খাদের কিনারায় ঠেলে দিয়ে দুইয়ে গুজরাট

বিসিসিআই
ট্রাভিস হেড—ইশান কিশান ফিরলেও একপ্রান্তে দাঁড়িয়ে নিয়মিতই চার-ছক্কা মেরে যাচ্ছিলেন অভিষেক শর্মা। ২৮ বলে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি ওপেনার তখন অপরাজিত ৩৮ বলে ৬৯ রানের ইনিংস খেলে। অভিষেকের সঙ্গে তখন কেবলই জুটি গড়েছেন হেনরিখ ক্লাসেন। দুই উইকেট হারানো হায়দরাবাদের ম্যাচ জেতার জন্য তখন প্রয়োজন ৩৬ বলে ৯৮ রান। সমীকরণটা কঠিন হলেও অভিষেক ও ক্লাসেন উইকেটে থাকায় হয়ত বিশ্বাস রেখেছিলেন সফরকারী সমর্থকরা।

promotional_ad

স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে ইশান্ত শর্মাকে দুই চার মেরে ভালো শুরুই করলেন অভিষেক ও ক্লাসেন। তবে মারকুটে ওপেনারকে তখনই থামিয়ে দিলেন ডানহাতি এই পেসার। ইশান্তের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলে। পরের ওভারে বোলিংয়ে এসে তাণ্ডব চালানোর আগেই ক্লাসেনকে ফিরিয়ে দিলেন প্রসিধ কৃষ্ণা।


আরো পড়ুন

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে গিল

১ ঘন্টা আগে
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কে শুভমান গিল, ফাইল ফটো

অনিকেত ভার্মা-কামিন্দু মেন্ডিসরাও এলেন আর গেলেন। শেষের দিকে নীতিশ কুমার রেড্ডি ১০ বলে ২১ ও প্যাট কামিন্স ১০ বলে ১৯ রান করলেও জয়ের দেখা পায়নি হায়দরাবাদ। সফরকারীদের ৩৮ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে গুজরাট টাইটান্স। এ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছেন শুভমান গিল—জস বাটলাররা। তবে ১০ ম্যাচে মাত্র তিন জয় পাওয়া হায়দরাবাদের অবস্থান পয়েন্ট টেবিলের নয়ে। হায়দরাবাদকে অনেকটা খাদের কিনারায় ঠেলে দিয়েছে গুজরাট।


promotional_ad

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয়ের জন্য ২২৪ রান তাড়ায় হেড ও অভিষেকের ব্যাটে প্রত্যাশিত শুরুই পেয়েছিল হায়দরাবাদ। তবে ঝড় তোলার প্রচেষ্টায় থাকা জুটিকে দীর্ঘস্থায়ী হতে দেননি প্রসিধ। ম্যাচে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই ফিরিয়েছেন হেডকে। ডানহাতি পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ক্যাচ দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।


আরো পড়ুন

১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ডে রাজস্থানের জয়

২৯ এপ্রিল ২৫
বিসিসিআই

অনেকটা জায়গা দৌড়ে সীমানার কাছে অবিশ্বাস্য ক্যাচ নেন রশিদ খান। ১৬ বলে ২০ রান করা হেডের বিদায়ে ভাঙে অভিষেকের সঙ্গে ৪৯ রানের উদ্বোধনী জুটি। অভিষেক একপ্রান্তে নিজের সাবলীল ব্যাটিং করলেও সুবিধা করতে পারছিলেন না ইশান। বাঁহাতি ব্যাটার ফিরেছেন একটু পরই জেরাল্ড কোয়েতজির বলে প্রসিধের হাতে ক্যাচ দিয়ে। সেখান থেকে ২৮ বলে হাফ সেঞ্চুরি করে হায়দরাবাদকে টেনে নেয়ার চেষ্টা করেছেন অভিষেক।


তাকেও ফিরতে হয়েছে ৭৪ রানে। ক্লাসেন আউট হয়েছেন ১৮ বলে ২৩ রান করে। ফলে শেষের দিকে কামিন্স ও নীতিশ দুইশর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি। গুজরাটের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন প্রসিধ ও সিরাজ। ৪ ওভারের স্পেলে মাত্র ১৮ রান খরচায় ২ উেইকেট নিয়েছেন প্রসিধ। আরেক পেসার সিরাজ ২ উইকেট নিতে দিয়েছেন ৩৩ রান।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে গুজরাটকে দারুণ শুরু এনে দেন সাই সুদর্শন ও গিল। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৮৭ রান। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির আগে ৪৮ রানে ফিরতে হয় সুদর্শনক। হাফ সেঞ্চুরি পাওয়া অধিনায়ক গিল আউট হয়েছেন ৭৬ রানে। পরবর্তীতে বাটলার ৩৭ বলে ৬৪ এবং ওয়াশিংটন সুন্দর ২১ রান করেছেন। তাদের ব্যাটেই ২২৪ রানের পুঁজি পায় গুজরাট। হায়দরাবাদের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball