
আইচ-সাদমানের ঝড়ে মৌসুমে দ্বিতীয় জয় মেট্রোর
সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ঝড়ো ব্যাটিং এবং আবু হায়দার রনি ও শহিদুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মৌসুমে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে দলটি তিন নম্বরে।
সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ঝড়ো ব্যাটিং এবং আবু হায়দার রনি ও শহিদুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে সিলেটকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মৌসুমে এটি ঢাকা মেট্রোর দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে দলটি তিন নম্বরে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ফ্র্যাঞ্চাইজি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে ‘ক্রিকেট উইথ সামি’। সিলেট দলকে কেন্দ্র করে ভিন্নধর্মী ও পেশাদার একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সংগঠনটি। সময়মতো ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ, বিসিবির নীতিমালা মেনে চলা ও মাঠে প্রতিদ্বন্দ্বী দল গড়ার পূর্ণ আশ্বাস দিয়েছে তারা।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট। ১০৯ রানের লক্ষ্যে সাত বল আগেই জয়ের দেখা পেয়েছে মাহফুজুর রাব্বির নেতৃত্বাধীন দলটি। এবারের আসরে ছয় ম্যাচে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল সিলেট। সমান সংখ্যক ম্যাচে বরিশালও জিতল দুই ম্যাচে। শেষ রাউন্ডের ফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ওঠার বিষয়টি।
লক্ষ্য ১৫৭ রান! তবে ৭৮ রান তুলতেই ৭ উইকেট নেই সিলেট বিভাগের। ছন্দে থাকা জিসান আলম, তৌফিক খান তুষাররা ফিরেছেন দ্রুতই। এমন জায়গা থেকে সিলেটের জয়ের আশা করাটা হয়ত বোকামিই ছিল। তবে একপ্রান্ত আগলে রেখে স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখিয়ে গেছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৬ বলে ২৪ রানের কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে একাই লড়েছেন বাঁহাতি এই ব্যাটার।