সেঞ্চুরির অপেক্ষায় তানজিদ, সিলেটে জাকির-মুবিনের ফিফটি
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) জাকির হাসান এবং মুবিন আহমেদ দিশানের হাফ সেঞ্চুরিতে খুলনার ২৫৯ রানের জবাবে সাত উইকেটে ৩০৭ রান করেছে সিলেট। আরেক ম্যাচে রাজশাহীর করা ২৯৮ রানের জবাবে ৩৮২ রানে অল আউট হয়েছে ঢাকা। পুনরায় ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ১৫১ রান করেছে রাজশাহী, ৬৭ রানের লিড নিয়েছে দলটি।