ভারতের ম্যাচে আম্পায়ার বাংলাদেশের সৈকত
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্রমশই অবনতি হচ্ছে। সম্পর্কের এমন টানাপোড়নের মাঝেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডেতে টিভি আম্পয়ারের দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।