promotional_ad

উদ্বোধনী ম্যাচেই সৈকত, বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে কারা

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত, ফাইল ছবি
উপস্থিত বুদ্ধির সঙ্গে নিখুঁত সব সিদ্ধান্তে সবশেষ কয়েক বছরে আম্পায়ার হিসেবে সবার নজর কেড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। টানা দুই বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৈকত থাকছেন সেটা আগেই নিশ্চিত করেছে আইসিসি।

promotional_ad

১২ জনের আম্পায়ারিং প্যানেলের কে কোন ম্যাচের দায়িত্বে থাকবে সেটাও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। উদ্বোধনী দিনেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে সেদিন অনফিল্ডে দাঁড়াবেন রিচার্ড কেটেলবরো। 


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত

৫ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো

টিভি আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ  এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট। ২১ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচে সৈকত থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। উইলসনের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে সৈকত দাঁড়াবেন ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচে। 



promotional_ad

২৬ ফেব্রুয়ারি লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই। গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার ও ইংল্যান্ডের লড়াইয়ে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন। সেই ম্যাচে অনফিল্ডে থাকবেন রড টাকার ও পাকিস্তানের আহসান রাজা। সেরা চারের লড়াইয়ে বাংলাদেশের সৈকত থাকবেন কিনা সেটা জানা যাবে গ্রুপ পর্বের খেলা শেষে।


আরো পড়ুন

ম্যাচ গড়াপেটায় ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের সোহেলি

১ ঘন্টা আগে
সোহেলি আক্তার, বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে রয়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত। যেখানে অনফিল্ড আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টোক এবং পল রেইফেলকে দেখা যাবে। চতুর্থ আম্পায়ার মাইকেল গফ, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। 



বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও কুমার ধর্মাসেনা। টিভি আম্পায়ারের দায়িত্বে রড টাকার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে অনফিল্ডে মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টোক। টিভি আম্পায়ার পল রেইফেল আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ইলিংওর্থকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball