
সবসময় বড় কিছু করার চিন্তা করেন মারুফা
প্রথম ওভারে উইকেট নেয়াকে অভ্যাস বানিয়ে ফেলছেন মারুফা আক্তার। পাকিস্তান ম্যাচে ওমাইমা সোহেল, সিদরা আমিন ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যামি জোন্সকে আউট করেছেন ডানহাতি এই পেসার। সহজাত ইনসুইং ডেলিভারিতে লাসিথ মালিঙ্গা, মিথালি রাজ, ঝুলন গ্বোসামীদের মন জয় করে নিয়েছেন তিনি। নারী ওয়ানডে বিশ্বকাপে পেসারদের নিয়ে আলোচনায় একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন মারুফা। তবে এখানেই থামতে চান না তিনি। বরং মারুফা জানালেন, নিজেকে এখানে রাখলে হবে না।