
বোলারদের র্যাঙ্কিংয়ে তানজিম-তানভিরের লম্বা লাফ, শীর্ষে রশিদ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও আইসিসির নতুন র্যাঙ্কিং হালনাগাদে কিছুটা স্বস্তির জায়গা তৈরি করেছেন বাংলাদেশের কয়েকজন বোলার। পেসার তানজিম হাসান সাকিব ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৭ নম্বরে, আর বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ২৭ ধাপ অগ্রসর হয়ে ঢুকেছেন সেরা একশ’তে। তার অবস্থান ৯৭তম।