গ্লোবালে আশানুরূপ ফলাফল পাইনি, তবে উপভোগ করেছি: তানজিম
ছবি: সংগৃহীত
সদ্য সমাপ্ত এই আসরে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলে গায়ানা। সবগুলোতেই খেলেন তানজিম। আসরজুড়ে অনবদ্য পারফরম্যান্সও করেছেন এই পেসার। প্রথম ম্যাচে ২০ রানে তার শিকার ছিল দুই উইকেট।
দ্বিতীয় ম্যাচে বল হাতে অবশ্য ৩৪ রান খরচা করেন তানজিম, নেন একটি উইকেট। এরপরের ম্যাচে আবারও স্বরূপে ফেরেন তানজিম। ২৬ রান খরচা করে নেন এক উইকেট। শেষ ম্যাচটি খেলেন রংপুর রাইডার্সের বিপক্ষে।
সেই ম্যাচে সৌম্য সরকার এবং খুশদিল শাহর উইকেট নেন তানজিম। সব মিলিয়ে চার ম্যাচে ওভারপ্রতি ৬.৫৩ রান দিয়ে ছয় উইকেট নেন তানজিম। দল ফাইনাল না খেললেও ব্যক্তিগত অর্জনে রোমাঞ্চিত তানজিম।
তিনি বলেন, 'গ্লোবাল সুপার লিগ আমার প্রথম দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। খুব উপভোগ করেছি সেখানে। আমার সতীর্থরা খুবই সহায়তাপরায়ণ ছিল। ভিন্ন এক অভিজ্ঞতা ছিল সেখানে।'
'ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি শুধু ধরে রাখার চেষ্টা করেছি যে ভালো বল করব। যদিও আশানুরূপ ফলাফল আমরা করতে পারিনি, তবে আমি খুবই উপভোগ করেছি ওখানে।'