promotional_ad

প্রস্তুতি ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তানজিমরা

গণমাধ্যমে কথা বলেছেন তানজিম হাসান সাকিব, ক্রিকফ্রেঞ্জি
ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়ে গেছে বাংলাদেশের। গত ১৩ ফেব্রুয়ারি রাতে এই টুর্নামেন্টে খেলতে দেশ ছাড়ার মাধ্যমে এই মিশন শুরু হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তারা খেলবে প্রথম ম্যাচ।

promotional_ad

তার আগ পর্যন্ত সপ্তাহখানেক ধরে বাংলাদেশ প্রস্তুতি নেবে দুবাইতে। দুবাইতে পৌঁছানোর পরদিন অবশ্য বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। একদিনের বিরতির পর গতকাল অনুশীলন শুরু করে বাংলাদেশ।


আরো পড়ুন

শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও

২০ ফেব্রুয়ারি ২৫
তাসকিন আহমেদের (ডানে) সঙ্গে উইকেট উদযাপনে নাজমুল হোসেন শান্ত (বামে), ফাইল ফটো

অনুশীলনের পর দলের পেসার তানজিম হাসান বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’


টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের ভেন্যু হচ্ছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠ। আর প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস।



promotional_ad

বাংলাদেশের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে সেই প্রস্তুতি ম্যাচ। কেননা বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল প্রায় দুই মাস আগে। গত দুই মাসের মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ছয় দলই ওয়ানডে ম্যাচ খেলেছে।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

১৩ ঘন্টা আগে
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

তানজিম আরও বলেন, ‘প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়, কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে করলে ব্যাটসম্যানদের কষ্ট হয়, সেটা বোঝার চেষ্টা করব।’


‘খুব ভালো অনুভূত হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’



ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল পাকিস্তানে চলে যাবে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে শান্তর দল। আসর শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার কথা বলে দেশ ছেড়েছিলেন শান্ত।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball