
মোহামেডান দলটাও ফরচুন বরিশালের মতো করা হয়েছে: ইবাদত
কাগজে-কলমে শেষবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সেরা দল ছিল ফরচুন বরিশাল। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ বরিশালের বেশীরভাগ ক্রিকেটারই। শক্তিমত্তায় তাই এবারের ডিপিএলের সবচেয়ে এগিয়ে মোহামেডান। শিরোপা জেতাই দলটির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন দলটির পেসার ইবাদত হোসেন।