promotional_ad

আইপিএলের চেয়ে ডিপিএলকে কঠিন বলছেন পারভেজ রসুল

আইপিএলে পারভেজের প্রথম উইকেট ছিলেন জ্যাক ক্যালিস, বিসিসিআই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা কঠিন বলে মনে করছেন পারভেজ রসুল! এই ব্যাপারে অবশ্য নিজস্ব যুক্তিও তুলে ধরেছেন আইপিএলে চার আসর খেলা এই ক্রিকেটার।

promotional_ad

শুধু ভারত নয়, গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জমকালো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ ধরা হয় আইপিএলকে। এই লিগ খেলেই কাঁড়ি কাঁড়ি অর্থ পান ক্রিকেটাররা। আর তাই এই লিগে খেলার জন্য মুখিয়েও থাকেন ক্রিকেটাররা।


আরো পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

১৬ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই

জনপ্রিয়তা, আয়োজনের ব্যাপকতা, খেলার মান ও পারিশ্রমিক বিচারে আইপিএলের সঙ্গে কোনোভাবেই তুলনা করা সম্ভব নয় ঢাকা প্রিমিয়ার লিগের। তবুও 'চুক্তি বিষয়ক' দিক বিবেচনায় আইপিএল থেকে প্রিমিয়ার লিগকে এগিয়ে রাখছেন পারভেজ।


সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশের ঢাকা লিগে আমি পাঁচ বছর খেলেছি। আমার মতে, ঢাকা লিগ আইপিএলের চেয়ে কঠিন। আমি আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি।’



promotional_ad

‘কঠিন, কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য। খেলার সুযোগ পান আর না পান, চুক্তি করা হয়। খেলানোটা দলের ওপর নির্ভর করে। ভালো করুন কিংবা এক-দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে সব মিলিয়ে চাপ অনেক বেশি। কারণ, তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে। এই দুই ম্যাচে ভালো করলে টিকে যাবেন। ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকিট হাতে পাবেন।’


ভারতের হয়ে ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পারভেজ। জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন তিনি। পরবর্তী সময়ে আইপিএলে দল না পেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন পারভেজ। আইপিএলের মতো ডিপিএলেও চার মৌসুম খেলেছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রুপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে চার মৌসুম খেলতে দেখা গেছে তাদের।


ঢাকা প্রিমিয়ার লিগে চুক্তি বিষয়ক জটিলতায় পড়ে অনেক ক্রিকেটারই দুই ম্যাচ খেলে দেশে ফেরত যান। তাদের নাম না নিলেও এই সাক্ষাৎকারে এই তথ্যও দেন পারভেজ। তিনি আরও বলেন, ‘কোনো নাম বলব না। কিন্তু বেশ কয়েকজন বড় খেলোয়াড় আছেন, যাঁরা সেখানে (ডিপিএল) খেলেছেন এবং ২-৩ ম্যাচ পরই ফেরত পাঠানো হয়েছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball