promotional_ad

পারিশ্রমিকের প্রভাব পারফরম্যান্সে পড়বে না: সাদমান

সাদমান ইসলাম, ক্রিকফেঞ্জি
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে ক্রিকেটাররা পারিশ্রমিকের কমানোর প্রস্তাব দিয়েছিলেন। পারিশ্রমিক নিয়ে নিজেদের ভাবনার কথা ফারুক আহমেদকে জানানোর পর পরবর্তীতে সেটা কমিয়ে আনা হয়। ফলে ৮০ লাখ টাকার ক্রিকেটাররা ৬০ লাখ, ৫০ লাখ টাকার ক্রিকেটাররা বিপিএলে খেলেছেন ৪০ লাখে।

promotional_ad

অন্যান্য ক্যাটাগরিতেও কমানো হয়েছিল পারিশ্রমিক। বিপিএলের মতো ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর প্রায় সপ্তাহ দুয়েক আগে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে হচ্ছে ডিপিএলের দল-বদল।


আরো পড়ুন

মোহামেডান দলটাও ফরচুন বরিশালের মতো করা হয়েছে: ইবাদত

৭ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন ইবাদত হোসেন, ক্রিকফ্রেঞ্জি

ডিপিএলে কোন ক্রিকেটার কত টাকা নিয়ে খেলতে যাচ্ছেন তা এখনও জানা যায়নি। তবে যতটুুকু জানা গেছে, ডিপিএলের গত মৌসুমের তুলনায় ক্রিকেটারদের পারিশ্রমিক অনেকটা কমেছে। গুঞ্জন আছে, গত মৌসুমে যারা ৩০ লাখ টাকায় খেলেছেন তারা এবার চুক্তি করেছেন ২০ লাখ টাকায়। 


দেশের পরিস্থিতি বিবেচনায় কম পারিশ্রমিক নিয়ে খেলতে রাজী হয়েছেন ক্রিকেটাররা। এ প্রসঙ্গে সাদমান ইসলাম বলেন, ‘আগে যেমন আমাদের সবার পেমেন্ট ভালো ছিল এ বছর হয়তবা দেশের এমন অবস্থার জন্য পেমেন্ট একটু কম হচ্ছে। আশা করি পরের বছর আবার আগের জায়গায় ফিরে যাবে।’



promotional_ad

পারিশ্রমিক কমলেও সেটা পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলে মনে করেন সাদমান। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘পারফরম্যান্স তো অবশ্যই খেলোয়াড়দের নিজের কাছে, সবারই তো ভবিষ্যত আছে। হয়তবা সবারই এবছরটা স্ট্রাগল করতে হবে। কেউ পারফরম্যান্সের সঙ্গে পেমেন্ট মেলাবে না সবাই পারফরম্যান্স নিয়েই চিন্তা করবে। আশা করি পরের বছর সবই ঠিক হয়ে যাবে।’


ডিপিএলের সবশেষ আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন সাব্বির রহমান। ৭ ম্যাচে অবশ্য ১৩০ রানের বেশি করতে পারেননি তিনি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে পারফর্ম করার পর নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ডানহাতি এই ব্যাটার। পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে যাওয়া সাব্বিরের আশা টুর্নামেন্ট শেষে সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় থাকা।


সাব্বির বলেন, ‘বাজেট কম-বেশি ইস্যু না, আমাদের লক্ষ্য হচ্ছে খেলা এবং ভালো পারফর্ম করা। চেষ্টা করব ভালো পারফর্ম করে আবার কামব্যাক করার জন্য, দলের ভালো রেজাল্ট করার জন্য।  তিনি আরও যোগ করেন, ‘লক্ষ্য একই থাকবে ভালো খেলা। যে পজিশনেই খেলি না কেন চেষ্টা করব নিজেকে মেলে ধরার জন্য। যেহেতু ফরম্যাট পরিবর্তন হচ্ছে সময় বেশি পাব ইনশাআল্লাহ। চিন্তা করব বেশি রান করার জন্য এবং সেরা পাঁচে থাকার জন্য।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball