promotional_ad

মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন সাকিব

সারের হয়ে খেলার সময় প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন, সারে
সারের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় ইংল্যান্ডে পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে ফেল করা তারকা অলরাউন্ডার ভারতের চেন্নাইয়েও পাশ করতে পারেননি। তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধতার জন্য পরীক্ষা দেবেন সাকিব। আগামী মার্চে ইংল্যান্ডে পরীক্ষা দেয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।

promotional_ad

২০২৪ সালে পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-ওয়ানের ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। 


আরো পড়ুন

ডিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব

৮ ঘন্টা আগে
রূপগঞ্জের জার্সিতে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান

ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সব মিলিয়ে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন সাকিব। তবে ম্যাচ শেষের পর ক্যারিয়ারে প্রথমবারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইংল্যান্ডের কাউন্টি, দ্য হান্ড্রেড কিংবা ইসিবির অধীনে যেকোন ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।


গত ডিসেম্বরের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দেন সাকিব। যেখানে বেশ কয়েক ওভার বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার। তবে সেখানকার পরীক্ষায় পাশ করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডারের। গত ২১ ডিসেম্বর শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে স্বতন্ত্র পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন। 



promotional_ad

চেন্নাইয়ে দেয়া সেই পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব। ফলে ইসিবির দেয়া রায় অনুযায়ী, বোলিংয়ে নিষিদ্ধই রয়েছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আবারও ইংল্যান্ডে পরীক্ষা দেবেন সাকিব। বোলিং অ্যাকশন সংশোধনের জন্য ইংল্যান্ডের স্থানীয় একজন কোচের সঙ্গে কাজ করছেন তিনি। সেই কোচ অনুমতি দিলেই পরীক্ষা দেবেন সাকিব। 


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৪ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

এ প্রসঙ্গে লুৎফর রহমান বাদল বলেন, ‘সাকিব তৃতীয়বার টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। সে ইংল্যান্ডের একজন কোচও নিয়েছে। সেই কোচ রাজি হলে (অনুমতি দিলে) সে আবারও পরীক্ষা দিবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা সে বাংলাদেশে ক্রিকেট খেলতে পারবে।’


গত বছরের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তবে দেশে ফেরার অনুমতি না পাওয়ায় খেলা হয়নি তার। বিপিএলে চিটাগং কিংসের কয়ে খেলার কথা থাকলেও একই কারণে খেলতে পারেননি। বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও নেই সাকিব। ডিপিএল দিয়ে মাঠের ক্রিকেট ফিরতে পারেন তিনি।



ডিপিএলের আগামী মৌসুমের আগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন তারকা অলরাউন্ডার। সাকিবকে পাওয়া নিয়ে রূপগঞ্জের কর্ণধার বাদল বলেন, ‘অবশ্যই (সাকিবকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী)। নাহলে আমরা নিবো কেন ওকে? আপনারা জানেন এই দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল। তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা সবচেয়ে বড় খবর। আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball