মঈনে মুগ্ধ ইমরুল, ওকস দেখিয়েছেন ছক্কার ভিডিও
প্রথমবারের মতো বিপিএলে কোচিং করিয়েছেন ইমরুল কায়েস। বাঁহাতি এই সাবেক ওপেনার এবার সিলেট টাইন্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। প্রথমবার দায়িত্ব নিয়েই দলকে প্লে অফে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন ইমরুল। বিপিএল শেষে আবারও নিজের ব্যাটের ব্যবসায় মনোযোগ দিয়েছেন তিনি।