সম্প্রতি ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ধারাভাষ্য দিতে গিয়ে দেখা যায় ওকসকে। বর্তমানে স্লিং ব্যবহার করছেন না ওকস। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয় চোটের বর্তমান অবস্থা সম্পর্কে।
জবাবে ওকস বলেন, 'নিশ্চিতভাবেই কিছুটা ভালো খবর আছে। স্লিং ছাড়া হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না। হাতের নড়াচড়া ভালো হচ্ছে। আশা করছি দু’সপ্তাহের মধ্যে আরো কিছুটা উন্নতি হবে। কিন্তু এখনও অনেকটা পথ বাকি।'
চিকিৎসকদের মতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না ওকসের। এই কারণে অপেক্ষাকৃত দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। ওকস আরো বলেন, 'ভালো করে রিহ্যাব করছি। ইতিবাচক থাকার চেষ্টা করছি। অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আশা করছি দ্রুত সুস্থ হতে পারব। তবে ম্যাচ ফিট হওয়ার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে। সেই পথে এগোচ্ছি।'
চলতি বছর ভারতের বিপক্ষে হওয়া পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের একমাত্র পেসার হিসেবে সব ক'টি ম্যাচে খেলেছিলেন ওকস। ওভাল টেস্টের প্রথম দিন চোট পাওয়ায় আর বল করতে পারেননি তিনি। শেষ ইনিংসে একটি হাত সোয়েটারের মধ্যে ঢুকিয়ে ব্যাট করতে নামেন ওকস।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ। সাম্প্রতিক সফরগুলোতে সেখানে ইংল্যান্ডের পারফরম্যান্স সন্তোষজনক নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও এই সিরিজ গুরুত্বপূর্ণ।