
যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষেই লড়তে পারি: তাইজুল
অ্যান্টিগা টেস্টে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্য দেয়ার পর কাজটা মূলত ছিল বোলারদের। সেই দায়িত্ব সুনিপুণভাবে পালন করে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছেন বোলাররা। দলের সব বোলার দারুণ পারফরম্যান্স করলেও তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত। ম্যাচ শেষে তাই যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারার ঘোষণাও দিয়েছেন এই স্পিনার।