promotional_ad

যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষেই লড়তে পারি: তাইজুল

সংগৃহীত
অ্যান্টিগা টেস্টে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বড় লক্ষ্য দেয়ার পর কাজটা মূলত ছিল বোলারদের। সেই দায়িত্ব সুনিপুণভাবে পালন করে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসিয়েছেন বোলাররা। দলের সব বোলার দারুণ পারফরম্যান্স করলেও তাইজুল ইসলাম ছিলেন দুর্দান্ত। ম্যাচ শেষে তাই যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারার ঘোষণাও দিয়েছেন এই স্পিনার।

promotional_ad

বড় লক্ষ্যে খেলতে নামা ক্যারিবিয়ানদের সামনে ছিল দেড় দিনের কিছুটা বেশি সময়। যদিও এতো সময় তাদের দেননি তাইজুল। ক্রেইগ ব্র্যাথওয়েট, মিকাইল লুইস, কাভেম হজ, অ্যালিক অ্যাথানেজ এবং জশুয়া দা সিলভার মতো স্বীকৃত ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরান তিনি।


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

৩১ মার্চ ২৫
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইউনিটের মূল কান্ডারিদের ফিরিয়েছেন তাইজুল পিছিয়ে ছিলেন না বাকি বোলাররাও। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন, একটি উইকেট নেন নাহিদ রানা।



promotional_ad

টেস্ট ক্যারিয়ারে ১৫তম বার পাঁচ উইকেট পাওয়া তাইজুল ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’


আরো পড়ুন

টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, ক্যারিবীয়দের টি-টোয়েন্টির নেতৃত্বে হোপ

৪ ঘন্টা আগে
শাই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েট

‘এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।’



অ্যান্টিগা টেস্ট জয়ের মুখ্য ভূমিকা রাখেন জাকের আলী। দ্বিতীয় ইনিংসে ১০৬ বলে আটটি চার ও পাঁচটি ছক্কায় ৯১ রানের ইনিংস খেলেন তিনি। তার পাশাপাশি ৩৯ বলে মিরাজের ৪২ কিংবা ৮২ বলে সাদমান ইসলামের ৪৬ রানে ইনিংসগুলোও কাজে দিয়েছে বাংলাদেশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball