promotional_ad

গ্রিভস-আমিরকে নিয়ে ক্যারিবীয়দের ওয়ানডে দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক ঘণ্টার ব্যবধানে আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করে স্বাগতিকরাও। ১৫ সদস্যের দলের যথারীতি নেতৃত্ব দেবেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে।

promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। সেই দলে দুটি পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা। ক্যারিবীয়রা হেইডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর পরিবর্তে দলে নিয়েছে জাস্টিন গ্রিভস ও আমির জাঙ্গুকে। আমির এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি। অনভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে বাকিরা বেশ অভিজ্ঞই।


আমির মূলত সুখবর পেয়েছেন সুপার ফিফটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জয়। ৭ ইনিংসে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করে জাতীয় দলের টিকিট পেয়েছেন তিনি। এদিকে গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দিয়ে অ্যান্ড্রুর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।


১৭ বছর বয়সী তরুণ হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার। অভিষেকে ব্যাটিংয়ের সুযোগ তিনি পাননি। এবার দল থেকে ছিটকে গিয়ে সেই অপেক্ষা যেন আরও বাড়ল অ্যান্ড্রুর। আর ওয়ালশ শ্রীলঙ্কা সফরে দুটি ওয়ানডে খেলে উইকেটশূন্য ছিলেন।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাওয়া গ্রিভস আছেন দারুণ ফর্মে। এরই মধ্যে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরির সঙ্গে ২টি উইকেটও নিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলে সুযোগ পাওয়ার কারণ টেস্টের পারফরম্যান্স নয়। কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।


সুপার ফিফটি কাপে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে ৫ ম্যাচে ১৩৩.৬৬ গড়ে তিনি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০১ রান। মূলত এই পারফরম্যান্সই নজর কেড়েছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ ডিসেম্বর। সব ম্যাচ সেইন্ট কিটসে।


ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল-


শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেমরন রাদারফোর্ড, জেডন সিলস ও রোমারিও শেফার্ড



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball