
ইংল্যান্ড দলে জায়গা হারালেন লিভিংস্টোন, ফিরলেন ডসন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। এদিকে ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৭৯ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন আমির জাঙ্গু। এবার সেই ইনফর্ম ব্যাটার জায়গা পেলেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে। ২৭ বছর বয়সী এই ডানহাতির সঙ্গে ফিরেছেন ১৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়েল অ্যান্ড্রুও।
ফানিতা মায়ার গুড লেংথ ডেলিভারিতে লং অনের উপর দিয়ে ছক্কা মারলেন স্টেফানি টেলর। থাইল্যান্ডের পেসার মায়াকে ছক্কা মেরে ডাগ আউটের দিকে তাকিয়ে রইলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটার। নন স্ট্রাইক প্রান্তে থাকা আলিয়া অ্যালিনেও হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে ডাগ আউটের দিকেই। থাইল্যান্ডকে ৬ উইকেটে হারালেও নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছেন কিনা সেটা নিশ্চিত ছিলেন না তাদের দুজনের কেউই।
বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট পাবে টাইগ্রেসরা। এমন সমীকরণ সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে আগে ব্যাট করে ভালো শুরুর পরও বাংলাদেশ থামে ২২৭ রানে।
ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলতি বছর ভারতীয় দল ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে।
রভম্যান পাওয়েলের নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি সবশেষ ২০ ওভারের বিশ্বকাপের সুপার এইটে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পরও পাওয়েলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ক্রেইগ ব্রাথওয়েট। সোমবার দলটির এই গুরু দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাথওয়েট। এর মধ্যে দিয়ে তার চার বছরের পথচলা শেষ হয়েছে।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য আবারও সারের জার্সিতে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। প্রথম চার রাউন্ডের জন্য তার সঙ্গে চুক্তি করেছে সারে। টানা পঞ্চম বছরের মতো সারের হয়ে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই পেসার।
চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় ফিল সিমন্সকে। প্রাথমিকভাবে তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে মার্চের শুরুর দিকে। তবে এই ক্যারিবিয়ান কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার কলকাতার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এদিনই অনুষ্ঠিত হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
পাকিস্তানে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন জোমেল ওয়ারিক্যান। এবার তার হাতে উঠেছে মাসসেরার পুরষ্কার। আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন তিনি। আর নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
বাংলাদেশ নারী দলের ব্যাটিংটাই সবচেয়ে বড় দূর্বলতা। বড় শটে নিয়মিত চার-ছক্কার মারার সামর্থ্য যেমন নেই তেমনি এক-দুই রান করে খেলায়ও খানিকটা অপরিপক্ক নিগার সুলতানা জ্যোতিরা। ওয়েস্ট ইন্ডিজে পুরো সফরে সেই ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হলো সফরকারীদের। বোলারদের কল্যাণে একটি ওয়ানডে জিতলেও বাকি দুটোতে বড় দায় ব্যাটারদের।টি-টোয়েন্টিতেও সেটার ধারাবাহিকতা ধরে রেখেছিলেন বাংলাদেশের মেয়েরা।