আবারও সারেতে ফিরলেন কেমার রোচ

ছবি: গতবছরও সারের হয়ে খেলেছেন কেমার রোচ

এখন পর্যন্ত চার মৌসুমে সারের হয়ে ২৮ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রোচ। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ২৫.৬০ গড়ে ৯৩ উইকেট নিয়েছেন তিনি। সারের টানা তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন ডানহাতি এই পেসার। শুক্রবার শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাওয়া যাবে তাকে।
বোলিং পরীক্ষায় পাশ সাকিব
১৯ মার্চ ২৫
এসেক্সের বিপক্ষে খেলা সারের পরের তিন ম্যাচ হ্যাম্পশায়ার, সাসেক্স এবং সমারসেটের সঙ্গে। সেই তিন ম্যাচেও পাওয়া যাবে রোচকে। আবারও সারেতে যোগ দিতে পেরে মুখিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার। এ ছাড়া কিয়া ওভালকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রোচ বলেন, ‘সারের হয়ে খেলা সবশেষ চার বছরের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি এবং আবারও দলের সঙ্গে যোগ দিতে আমি মুখিয়ে আছি। কিয়া ওভাল আমার দ্বিতীয় বাড়ি এবং অ্যালেক স্টেওয়ার্ট, গ্যারেথ ব্যাটে ও ররি বার্নস অন্যতম সেরা একটা পরিবেশ তৈরি করেছে যার সঙ্গে আমি যুক্ত হয়েছি।’
রোচের সঙ্গে চুক্তি করায় শক্তি বাড়ছে সারের পেস বোলিং ইউনিটের। ডানহাতি পেসারের সঙ্গে দলে আছেন ম্যাট ফিশার ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান স্মিথ। যদিও তিনি যোগ দেবেন আগামী মে মাস। রোচকে পেয়ে খুশি স্টেওয়ার্টও। সারের হাই পারফরম্যান্স ক্রিকেট উপদেষ্টা রোচের কোয়ালিটি, ওয়ার্ক এথিক্স ও কমিটমেন্টের প্রশংসা করেছেন।