টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, ক্যারিবীয়দের টি-টোয়েন্টির নেতৃত্বে হোপ

ছবি: শাই হোপ ও ক্রেইগ ব্র্যাথওয়েট

একই দিন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক শাই হোপকে টি-টোয়েন্টির নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন রভম্যান পাওয়েলের। ২০২৩ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন তিনি।
বিপিএল আমার চোখ খুলে দিয়েছে: হোপ
৮ ডিসেম্বর ২৪
হোপ ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। ওয়ানডেতে তার ১৭টি সেঞ্চুরি রয়েছে। এ ছাড়া তার নামের পাশে ১৩৩ ওয়ানডের সঙ্গে ৩৯টি টি-টোয়েন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে। এবার তাকেই সীমিত ওভারের নেতৃত্ব বুঝিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।

হোপকে অধিনায়ক করা প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, 'শাই হোপের নেতৃত্ব পাওয়া ক্যারিবীয় ক্রিকেটের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।'
এদিকে ব্রাথওয়েট আছেন দারুণ এক মাইলফলকের সামনে। একশ টেস্টের মাইলফলক থেকে তিনি মাত্র দুটি টেস্ট দূরে দাঁড়িয়ে। ব্র্যাথওয়েটের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ৮ রানের নাটকীয় জয় ও পাকিস্তানের মাটিতে ৩৫ বছর পর টেস্ট জয়ের কৃতিত্ব গড়েছে ক্যারিবীয়রা।