
এশিয়া কাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে আলাদা একটা রোমাঞ্চ। দর্শকদের চাহিদার সঙ্গে ব্যবসায়িক ভাবনায় প্রতিটা টুর্নামেন্টেই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতো একই পথে হাঁটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)। চলতি বছরে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপেও একই গ্রুপ থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।