promotional_ad

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত, ফাইল ফটো
পাকিস্তান-ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার রেশ এবার দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটেও। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নিচ্ছে না তারা।

promotional_ad

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুরুষ ও নারী দুই বিভাগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর আয়োজনে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না ভারত। বিসিসিআইয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে তারা।


আরো পড়ুন

বুমরাহকে অধিনায়কত্ব দিতে না করছেন শাস্ত্রী

১৭ মে ২৫
ফাইল ছবি

বিসিসিআইয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 'ভারত এমন কোনো আয়োজনে অংশ নিতে পারে না যার আয়োজক সংস্থা এসিসি এবং যাদের প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। বিষয়টি পুরো জাতির আবেগের সঙ্গে সম্পর্কিত। আমরা এ নিয়ে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।"


promotional_ad

বর্তমানে এসিসি’র সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। একইসঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) প্রধান। ভারত এই পদাধিকার এবং নেতৃত্ব নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছে।


আরো পড়ুন

বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে

৯ মে ২৫
ফাইল ছবি

নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের সরে যাওয়ার বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। তবে পুরুষদের আসর থেকেও ভারত সরে দাঁড়াবে—এমনটা জানিয়েছে আরও কয়েকটি ভারতীয় গণমাধ্যম। তারা বলছে, এসিসির নেতৃত্বে যদি পরিবর্তন না আসে, তাহলে ভবিষ্যতের কোনো আয়োজনেই অংশ নেবে না ভারত।


এদিকে ভারতের এই সিদ্ধান্ত ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনকে অনিশ্চয়তায় ফেলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী এই আসরের আয়োজক দেশ ছিল ভারতই। এখন তারা সরে গেলে এসিসিকে নতুন আয়োজক খুঁজতে হবে, পাশাপাশি টুর্নামেন্টও জৌলুস হারাবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball