অচিরেই মেয়েদের বিপিএল করতে চায় বিসিবি
ছেলেদের বিপিএলের সবশেষ আসরে শেষ হতেই প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বিপিএলের। বিসিবি কথা দিলেও শেষ পর্যন্ত সেটার বাস্তবায়ন হয়নি। প্রায় বছর খানেক পর আবারও নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, অচিরেই মেয়েদের বিপিএল আয়োজন করতে চান তারা।