জাম্পাকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার তানভীর সাঙ্ঘা। তারকা স্পিনার অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে না থাকায় খেলতে দেখা যাবে তাকে। সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, জাম্পা ও তার স্ত্রী হ্যারিয়েট দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।