দীর্ঘ ভ্রমণের কারণে জাম্পা আগেও প্রথম ওয়ানডে মিস করেছিলেন। যদিও অ্যাডিলেডে ফেরার পর চার উইকেট নিয়ে ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে। সিডনিতে তিনি ১০ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
অভিজ্ঞ এই স্পিনারের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য ধাক্কা। কেননা ১০৬ ম্যাচে ১৩১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার। তার বোলিং গড় মাত্র ২১.৩৮।
এদিকে সাঙ্ঘা এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৩ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে চার উইকেট নেয়া ছিল তার সেরা পারফরম্যান্স। এই ফরম্যাটে তার মোট ১০ উইকেট, গড় ২৪.৯০। সর্বশেষ গত বছর তিনি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। বিগ ব্যাশ লিগে তিনি সিডনি থান্ডার দলের হয়ে খেলেন।
অস্ট্রেলিয়া ‘এ’ দলে খেলে ভারত ‘এ’- এর বিপক্ষে সাতটি উইকেট নিয়েছিলেন সাঙ্ঘা। এছাড়া ওয়ান ডে কাপ-এ নিউ সাউথ ওয়েলসের হয়ে চার ম্যাচে ১০ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই তরুণ লেগস্পিনার। তাই জাতীয় দলে তার ডাক আসাটা ছিল সময়ের ব্যাপারই।
সাঙ্ঘা দলে থাকায় সম্ভাবনা আছে তিনি ম্যাথিউ কুনেমানের সঙ্গে স্পিন জুটি গড়বেন। অস্ট্রেলিয়া আসন্ন অ্যাশেজ সিরিজকে সামনে রেখে নিজেদের বোলারদের বদলি করে খেলাচ্ছে। জশ হ্যাজেলউড প্রথম দুই ম্যাচে খেলবেন। আর শন অ্যাবট খেলবেন কেবল দুটি ম্যাচে।