আইপিএলে জাম্পার বদলি হিসেবে মারকুটে ব্যাটারকে নিলো হায়দরাবাদ

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএলে জাম্পার বদলি হিসেবে মারকুটে ব্যাটারকে নিলো হায়দরাবাদ
হায়দরাবাদের নতুন ব্যাটার স্মরণ রবিচন্দ্রন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ব্যাটিংয়ে তারকার অভাব নেই সানরাইজার্স হায়দরাবাদের। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতিশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন… বড় বড় সব নামই আছে এই দলে। তবুও স্পিনার অ্যাডাম জাম্পার বদলি হিসেবে আরো একজন দেশি ক্রিকেটারকে দলে নিলো তারা।

চোট পেয়ে আইপিএলের পুরো আসর থেকেই ছিটকে গিয়েছিলেন জাম্পা। আর তার বদলে জায়গা করে নিয়েছেন কর্ণাটকের তরুণ ব্যাটার স্মরণ রবিচন্দ্রন। আসরের অবশিষ্ট সময়ে ২১ বছরের এই ব্যাটার যুক্ত থাকবেন হায়দরাবাদ দলে।

এদিকে জাম্পার চোটের কথা জানালেও ঠিক কী ধরনের চোটে তিনি ভুগছেন সেটি জানায়নি সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এবারের আইপিএলে আর খেলতে পারবেন না জাম্পা।

একইসাথে স্মরণের অন্তর্ভুক্তি নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘স্মরণ রবিচন্দ্রনের সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ, ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে তার ১১০০-র বেশি রান রয়েছে। বাঁহাতি ব্যাটার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। সানরাইজার্স হায়দরাবাদ ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে।’

এবারের আসরে কেবল দুটি ম্যাচ খেলা হয়েছে জাম্পার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ ম্যাচে ৪৬ রানে একটি উইকেট নেন। এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি উইকেট নেন ৪৮ রান খরচ করে।

এদিকে জাম্পার পরিবর্তে দলে আসা স্মরণ এর আগে আইপিএলে না খেললেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নেট ব্যাটার হিসেবে ছিলেন। তিনি মূলত টপ অর্ডার ব্যাটার। পাশাপাশি অফস্পিনও করে থাকেন তিনি।

আরো পড়ুন: অ্যাডাম জাম্পা