
বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে: ওয়াসিম জুনিয়র
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বিপিএলের প্রথম দুই আসরে খেললেও ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। এক দশকের বেশি সময় পর বিপিএলে ফিরে ফাইনাল খেলা চিটাগংয়ের বিরুদ্ধে আবারও প্রায় একই অভিযোগ এসেছে। ক্রিকেটারদের ও কোচিং স্টাফের পারিশ্রমিক না দেয়ার সঙ্গে হোটেল ভাড়াও বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বেশ কয়েকটি খাতে বিসিবি নিজেদের পকেট থেকে টাকা দিলেও সেটা আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। চিটাগংয়ের কাছ থেকে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিসিবি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতির পাশাপাশি নিম্নমানের উইকেট, ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানারকম অব্যবস্থাপনা! এসবের সমালোচনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবশেষ আসরেও সমালোচনার কমতি ছিল না একটুও। নানান রকম ঘটনায় আরও একবার বিশ্বজুড়ে নিজেদের ব্যর্থতা সামনে এনেছে বিসিবি। বিপিএলে আসা ফ্র্যাঞ্চাইজির দায়টাও কোনো অংশে কম নয়। তবে সামির কাদের চৌধুরি মতে, বিপিএলকে বিতর্কিত করার পেছনে দায়টা বিসিবিকেই দিচ্ছেন।
বিপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পাওনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অনেক আলোচনার পরও সেই বকেয়া টাকা আদায় করতে পারেনি বিসিবি। এবার সেই অর্থ উদ্ধার করতে আইনি ব্যবস্থা হাতে নিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের এই অবিভাবক সংস্থা লম্বা সময় ধরে কোর্ট অব আরবিট্রেশন পরিচালনা করেও সফল হয়নি। উল্টো আরবিট্রেশন পরিচালনার জন্য নিজেদের হাত থেকে অনেক অর্থ খরচ করতে হচ্ছে বিসিবিকে।
ভিন্ন ভিন্ন নামে হলেও প্রায় প্রতি বছরই বিপিএলে অংশ নেয় রাজশাহী। তবে এর সাথে একটা আফসোসও ছিল, উত্তর বঙ্গের এই বিভাগে কখনোই আয়োজিত হয়নি কোনো বিপিএল ম্যাচ। কিন্তু এবার রাজশাহীর ক্রিকেট সমর্থকদের সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে পূর্বের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পরসরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক প্রতিষ্ঠানটি।
গত বিপিএলের শুরু থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। দলটি একাধিকবার ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দেয়ার কথা বললেও তা দিতে পারেননি। এরপর সেখানে হস্তক্ষেপ করেছিল বিসিবি। তাতেও সমাধান হয়নি। দলটির হোটেলের ভাড়াও বকেয়া রয়ে গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ কয়েকটি মৌসুম অনুষ্ঠিত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে। তবে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে এবং সবার চাওয়াকে প্রাধান্য দিয়ে আগামী আসরে নতুন আরেকটি ভেন্যু যুক্ত করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরান্তর একটি করে ভেন্যু বাড়িয়ে একদিন হোম-অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএলে আয়োজনের স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট বোর্ড। নিজেদের এমন ভবিষ্যত পরিকল্পনার কথাই জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
গত কিছুদিন ধরেই বিপিএলের দায়িত্ব দিতে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তারা আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নামও প্রকাশ করেছে।
সবশেষ মৌসুমে সেরা বিপিএল আয়োজন করতে চাইলেও সেটা পারেনি ফারুক আহমেদের তৎকালীন বোর্ড। পুরনো ব্যর্থতা ও সমালোচনাকে পেছনে ফেলে বিপিএলকে বিশ্ব জুড়ে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন মাহবুব আনাম, আমিনুল ইসলাম বুলবুলরা। যার অংশ হিসেবে তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এমন পরিস্থিতির কথা চিন্তা করে বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন তারা।
কদিন আগেই সভা করে বিপিএল শুরুর দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল। তবে কবে নাগাদ নতুন ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে এবং কবে নাগাদ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে এই বিষয়ে খোলাসা করেছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম।