বিতর্কিত বিপিএলের জন্য বিসিবিকে দায় দিচ্ছে চিটাগং

ছবি: চিটাগং কিংস

বিপিএলের সবশেষ আসরে নানান প্রতিবন্ধকতা পেরিয়ে আবারও ফেরানো হয় চিটাগং কিংসে। লম্বা সময় পর বিপিএলে ফিরেই মেন্টর হিসেবে নিয়োগ দেয়া শহীদ আফ্রিদিকে। অথচ টুর্নামেন্টে শেষে পাকিস্তানের সাবেক অধিনায়কের পারিশ্রমিক পরিশোধ না করায় সমালোচনার মুখে পড়তে হয় চিটাগংকে। টাকা না পেলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছিলেন আফ্রিদি। আরও বেশ কয়েকটি সমালোচনা সঙ্গী করে চলতে হয়েছে তাদের।
৪৬ কোটির বকেয়া মেটাতে বিসিবির সঙ্গে আলোচনায় বসছে চিটাগং কিংস
৮ ঘন্টা আগে
প্রধান কোচ হিসেবে শন টেইটকে দায়িত্ব দিলেও অস্ট্রেলিয়ান কোচের পারিশ্রমিক পরিশোধ করেনি। টেইটের টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। উপস্থাপিকা ইয়াশা সাগরের পারিশ্রমিকও আটকে দেয় চিটাগং। এ ছাড়া বিপিএল চলাকালীন পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পারায় টাকা দিতে চাননি সামির কাদের। এমনকি এখনো পেসার শরিফুল ইসলামের ১০ লাখ টাকা পরিশোধ করেনি চিটাগং।
এমন অবস্থায় ৪৬ কোটি টাকার পাওনা চেয়ে তাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছে বিসিবি। নানান ঘটনায় বিপিএলকে বিতর্কিত করলেও চিটাগংয়ের চেয়ে বিসিবিকেই বেশি দায় দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামির কাদেরকে প্রশ্ন করা হয় বিপিএলকে কে বেশি বিতর্কিত করেছে, বিসিবি নাকি চিটাগং কিংস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিবি, ৪৬ কোটি টাকার নোটিশ দিয়ে।’

চিটাগংয়ের কাছে এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক পাওনা শরিফুল-ইমনদের
১৪ মার্চ ২৫
গুঞ্জন আছে বিপিএলের আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিটাগংকে নেবে না বিসিবি। সামির কাদেরের দাবি, তাদের সঙ্গে সমাধান না করে অন্যদের কিভাবে আনবে দেশের ক্রিকেট বোর্ড। তিনি বলেন, ‘আমি এটা শুনেছি, রিপ্লাইও করেছি। লিগ্যাল সাইড থেকে একটা কথা বলি আমার সাথে তো আপনি সমাধানই করছেন না তাহলে আমার জায়গায় অন্য কাউকে আপনি কিভাবে আনতেছেন।’
বিপিএলকে বদলে দিতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বৈশ্বিকভাবে পরিচিত করতে বিদেশি ইভেন্ট ম্যানজমেন্ট নিয়োগ দিচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী কয়েক দিনের মাঝে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র দেবে বিপিএলের গভর্নিং কাউন্সিল। আগামী ৫ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেবে বিসিবি। সামির কাদের জানান, নতুন মৌসুমের ফরম্যাট দেখার পরই সিদ্ধান্ত নেবে। তবে দল নিতে আগ্রহী আছেন তিনি।
সামির কাদের বলেন, ‘এটা আমি এখনো বলতে পারছি না। আমি যতক্ষণ না বিসিবির সঙ্গে বসছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না। আমরা যতটুকু শুনেছি তারা সবকিছু নতুনভাবে ফরম্যাট তৈরি করবে। ওইগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না। আত্মবিশ্বাসের ব্যাপারটা হচ্ছে আমাকে বিশ্লেষণ করতে হবে তারপর বলতে পারব। তাদের ফরম্যাটে এখন যদি আসে ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকা, লভ্যাংশে কী আসবে না আসবে, না দেখে আমি কিছুই বলতে পারি না।’
‘তাদের ফরম্যাটটা যদি জানতে পারতাম তাহলে ভালো-মন্দ একটা সিদ্ধান্ত বলতে পারতাম হ্যাঁ, আমি আত্মশ্বিাসী, আমি যাচ্ছি তাদের সঙ্গে। আপনি যদি ইচ্ছের কথা বলেন তাহলে আমার ইচ্ছে এখনো আছে। ইচ্ছে না থাকলেও এখন আপনাদের সামনে বসে থাকতাম না, ৪৬ কোটি টাকার ব্যাখ্যা দেয়ার প্রয়োজনও থাকতো না। আমার ইচ্ছে আছে বলেই আমি আপনাদের সামনে বসে আলাপটা করছি।’