
১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে ইতিহাস গড়া স্পিনার এবার আইপিএলে
বদলি খেলোয়াড় হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্রন স্মরণ। কিন্তু মাঠে নামার আগেই চোট পেয়ে ছিটকে গেলেন এই তরুণ ব্যাটার। এবার তারই জায়গায় সুযোগ পেলেন আরেক তরুণ স্পিনার। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার হার্শ দুবে যোগ দিলেন হায়দরাবাদ ক্যাম্পে।