১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে ইতিহাস গড়া স্পিনার এবার আইপিএলে

আইপিএল
রঞ্জিতে ১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন হার্শ দুবে, ফাইল ফটো
রঞ্জিতে ১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন হার্শ দুবে, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বদলি খেলোয়াড় হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্রন স্মরণ। কিন্তু মাঠে নামার আগেই চোট পেয়ে ছিটকে গেলেন এই তরুণ ব্যাটার। এবার তারই জায়গায় সুযোগ পেলেন আরেক তরুণ স্পিনার। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার হার্শ দুবে যোগ দিলেন হায়দরাবাদ ক্যাম্পে।

২২ বছর বয়সী হার্শ এবারই প্রথম আইপিএলের স্বাদ পেতে চলেছেন। অ্যাডাম জাম্পার বদলি হিসেবে দলে এসেছিলেন স্মরণ, কিন্তু তিনি একাদশে সুযোগ পাননি। ফলে ভাগ্য খুলে গেল হার্শের। স্মরণের চোটই যেন তার সৌভাগ্যের দরজা খুলে দিল।

রঞ্জি ট্রফিতে দারুণ এক মৌসুম কাটিয়েছেন হার্শ। বিদর্ভার হয়ে ১০ ম্যাচে ৬৯ উইকেট শিকার করেন তিনি। এক ইনিংসে পাঁচ উইকেট নেন পাঁচবার, আর ম্যাচে ১০ উইকেট দুইবার। এসব মিলিয়ে রঞ্জির এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন তার দখলে।

আগের রেকর্ডটি ছিল বিহারের আশুতোষ আমানের, ৬৮ উইকেট। সেটা এবার ছাড়িয়ে গেছেন হার্শ। তাই এমন পারফর্মারকে আইপিএলে সুযোগ দেয়াটা একদমই অবাক করার মতো নয়।

৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে সানরাইজার্সে যোগ দিলেও, সাদা বলের ক্রিকেটে এখনও নিজেকে প্রমাণ করতে হবে হার্শকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচে ৯৭ উইকেট থাকলেও, লিস্ট 'এ' ক্রিকেটে ২১ ম্যাচে তার উইকেট ২১টি, আর ১৬ টি-টোয়েন্টিতে মাত্র ৯ উইকেট।

তবে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও কিছু করার সামর্থ্য আছে হার্শের। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৭টি হাফ-সেঞ্চুরি, লিস্ট 'এ' ক্রিকেটে রয়েছে আরও দুটি। আইপিএলের প্লে-অফে এবার আর খেলা হচ্ছে না হায়দরাবাদের। হার্শ দলটিতে খেলতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়।