ইংল্যান্ড সফরের আগে টেস্ট ছাড়তে চান কোহলি
কদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। ভারতের অধিনায়কের পর এবার টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ইন ইন্ডিয়ার (বিসিসিআই) শীর্ষ কর্তারা তাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার করার অনুরোধ করেছেন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।