promotional_ad

কোহলি-রোহিতদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সভা স্থগিত

বিরাট কোহলি, রোহিত শর্মা, আইসিসি
এরই মধ্যে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিসিআই। ২৯ মার্চ পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তি ঘোষণার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে ক্রিকবাজ জানিয়েছে শনিবার বিসিসিআইয়ের চুক্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়নি।

promotional_ad

এর আগে গুয়াহাটিতে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠক করার কথা ছিল বিসিসিআইয়ের। এই বৈঠকে চুক্তি চূড়ান্ত করার বিষয়টির পাশাপাশি জুনে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়েও আলোচনা করার কথা ছিল।


আরো পড়ুন

আইপিএলে নতুন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন বরুণ

২২ মার্চ ২৫
কলকাতার জার্সিতে বরুণ চক্রবর্তী

যদিও কেন্দ্রীয় চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। শনিবার পর্যন্ত নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের গ্রেড নিয়ে আলোচনা করেনি, যদিও ইঙ্গিত রয়েছে যে বিসিসিআই শীঘ্রই গ্রেড এবং ভারতীয় দলের কোচিং স্টাফের মেয়াদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।


গত সপ্তাহেই বিসিসিআই ২০২৪-২৫ সালের জন্য বার্ষিক খেলোয়াড়দের রিটেইনারশিপ ঘোষণা করেছিল।



promotional_ad

চলা ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা ছিল। একই সঙ্গে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে। কবে বৈঠক হবে, তা এখনই বলা যাচ্ছে না।


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

বর্তমানে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্বে আছেন রোহিত শর্মা। তবে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এর বাইরে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা কেন্দ্রীয় চুক্তির তালিকায় এ+ (A+) বিভাগেই থাকতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।


কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে পারেন শ্রেয়াস আইয়ার। গত বছর ঘরোয়া ক্রিকেটে না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন এই ভারতীয় ব্যাটার। আর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় বাদ দেয়া হবে রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি 'এ' গ্রেডে ছিলেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball