গম্ভীরের পর হত্যার হুমকি পেলেন শামি

গম্ভীরের পর হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি, ফাইল ফটো
মোহাম্মদ শামিকে ই-মেইলের মাধ্যমে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত রোববার এই হুমকিমূলক মেইলটি পান ভারতের এই পেসার। এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে সোমবার একটি এফআইআর করা হয়েছে।

promotional_ad

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এফআইআরটি দায়ের করা হয়। মেইল পাঠানোর অভিযোগে রাজপুত সিন্দার নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযোগটি শামির ভাই হাসিবের পক্ষ থেকে করা হয়েছে।


আরো পড়ুন

শামির ফুলটসে বোল্ড হওয়ার পর ৩ মাস ব্যাটিং করেননি স্মিথ

৯ জুন ২৫
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন স্টিভ স্মিথ

এফআইআরে বলা হয়, শামিকে হত্যার হুমকির পাশাপাশি তার কাছে এক কোটি রুপি চাওয়া হয়েছে। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই পেসারকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে। হুমকিদাতা ও তার উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান চলছে।


promotional_ad

এবারের আইপিএলে শামির পারফরম্যান্স তেমন ভালো নয়। হায়দরাবাদের হয়ে ৯ ম্যাচে ৫৬.১৬ গড়ে মাত্র ছয়টি উইকেট পেয়েছেন তিনি। ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের আটে রয়েছে হায়দরাবাদ। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেছে তাদের।


আরো পড়ুন

ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার

১৩ ঘন্টা আগে
ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আর্চার

তবে আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি ভালো ফর্মে ছিলেন শামি। গত মার্চে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাঁচ ম্যাচে ৯ উইকেট নেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে পাঁচ উইকেট নেয়া ছিল তার সেরা পারফরম্যান্স।


এর আগে ভারতের সাবেক ওপেনার ও বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরও একই ধরনের হুমকি পেয়েছিলেন। তাকে দেয়া ই-মেইল হুমকির তদন্ত করছে দিল্লি পুলিশ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গম্ভীরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ২০২১ সালেও এমন হুমকি পেয়েছিলেন তিনি, তখন ছিলেন সংসদ সদস্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball