promotional_ad

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত

ফাইল ছবি
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের পর শ্রেয়াস আইয়ারকে জাতীয় দল থেকে ছুটি নিয়ে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিলেন নির্বাচকরা। তবে পিঠের চোট দেখিয়ে প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলেননি ডানহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালে না খেলে বিশ্রাম নেয়ায় কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ পড়েন আইয়ার। বছরখানেক পেরিয়ে যাওয়ার পর আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন তিনি।

promotional_ad

আইয়ারকে নিয়েই ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ডানহাতি ব্যাটারের মতো কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ইশান কিশানও। ঘরোয়া ক্রিকেটে না খেলা ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বাদ পড়েছিলেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। চুক্তিতে ফেরায় জাতীয় দলে ফেরার আশাও বাড়লো তার।


আরো পড়ুন

চাহালের টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল পাঞ্জাবের

১৬ এপ্রিল ২৫
২৮ রানে ৪ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক যুবেন্দ্র চাহাল, বিসিসিআই

২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পরও সিনিয়র তিন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ প্লাসে। তাদের সঙ্গে সেই তালিকায় আছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহও। ৩৪ সদস্যের কেন্দ্রীয় চুক্তির ৪ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা কে কত টাকা পাবেন সেটা জানায়নি বিসিসিআই।


যদিও ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ‘এ’ প্লাস ৭ কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরি ৫ কোটি রুপি, ‘বি’ ক্যাটাগরি ৩ কোটি রুপি এবং ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে এক কোটি রুপি করে। সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে থাকা ঋষভ পান্ত জায়গা পেয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। সবশেষ ২০২২ সালে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার।


promotional_ad



আরো পড়ুন

‘রিজওয়ানের মতো অহেতুক আবেদন করলে আউট পাবে না’

২৭ মার্চ ২৫
সেঞ্চুরির পর ইশান কিশান, আইপিএল

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকায় ‘বি’ ক্যাটাগরিতে নেমে গিয়েছিলেন তিনি। পান্তের সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি। শুধুমাত্র টি-টোয়েন্টিতে নিয়মিত খেলা সূর্যকুমার যাদব আছেন ‘বি’ ক্যাটাগরিতে। ডানহাতি ব্যাটারের সঙ্গে আছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সাওয়াল ও আইয়ার।


‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন রিংকু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা ও রজত পাতিদার। গত বছর না থাকলেও এবার ফিরেছেন ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ইশান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হার্শিত রানা।


<img src ='/public/storage/inside_article/images/67ucz1xwx.png'>



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball