 
        টানা তিন ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এমন পারফরম্যান্সের পরও সবশেষ দুই ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশের লেগ স্পিনারের। বাড়তি ব্যাটার খেলানোর জন্য কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষেও রিশাদকে বাইরে রেখেছে লাহোর।
 
         
         
         
         
         
         
         
         
         
        