বুমরাহর আর ‘চমক’ নেই, ধারণা ডাকেটের
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। বল হাতে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দেন তিনি। তাকে খেলা চ্যালেঞ্জ মানলেও এই ইংলিশ ব্যাটার মনে করেন, বুমরাহকে নিয়ে এখন আর আগের মতো বিস্ময় নেই।