বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
শেষদিকে জাকের আলীর ৩৪ বলে ৪১ এবং হাসান মাহমুদের ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান করেছিল বাংলাদেশ। যদিও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আরব আমিরাতের কাছে এই লক্ষ্য যেন একেবারেই ঠুনকো। শুরুতে ইনফর্ম ওপেনার মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারালেও আলিশান শারাফুর হাফ সেঞ্চুরি এবং আসিফ খানের ঝড়ো ইনিংসে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আরব আমিরাত। শুরুতে ১-০ তে পিছিয়ে পড়লেও বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে আরব আমিরাত।