বেনেটের সেঞ্চুরি, তবুও ইনিংস ব্যবধানে হারের পথে জিম্বাবুয়ে
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ফলো-অন এড়াতে না পারায় ইনিংস হারের পথে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৩০, ইংল্যান্ডের চেয়ে এখনও পিছিয়ে ২৭০ রানে। ইংল্যান্ড প্রথম দিনেই চেপে বসে জিম্বাবুয়ের ওপর। বেন ডাকেট ও জ্যাক ক্রলির সেঞ্চুরিতে তোলে ৪৯৮ রান।