না খেলেই বাদ পড়লেন হার্শিত
ভারতের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে হার্শিত রানাকে। শুরুতে ১৮ জনের দলে ছিলেন না এই পেসার। কয়েকজন ক্রিকেটারের হালকা চোটের কারণে পরে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে এক টেস্টের মধ্যেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
ভারতের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে হার্শিত রানাকে। শুরুতে ১৮ জনের দলে ছিলেন না এই পেসার। কয়েকজন ক্রিকেটারের হালকা চোটের কারণে পরে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে এক টেস্টের মধ্যেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
বার্বাডোজে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উইকেট দেখে ব্যাটিং সহায়ক মনে হলেও তা ছিল পেসারদের সহায়। জেইডেন সিলস ও শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৮০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
সকালের শুরুতে আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দোরা সিম মুভমেন্ট পেলেও সারাদিনে উইকেট থেকে বাড়তি কিছুই পাননি শ্রীলঙ্কার বোলাররা। তবুও বাংলাদেশের কোন ব্যাটার জ্বলে উঠতে পারলেন না। ভালো শুরু পেলেও ইনিংস বড় করার আগেই হেঁটেছেন ড্রেসিংরুমের পথে। ব্যাটারদের ব্যর্থতায় সফরকারীরা প্রথম দিন শেষে তাই করতে পেরেছে ৮ উইকেটে মাত্র ২২০ রান। ব্যাটিংয়ে আছেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। তাদের দুজনের কেউ আউট হলে ব্যাটিংয়ে নামবেন নাহিদ রানা। বিশেষজ্ঞ কোন ব্যাটার না থাকলেও প্রথম ইনিংসে ২৭০-২৮০ রান চায় বাংলাদেশ।
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি হয়েছে ড্র। ফলে কলম্বো টেস্টের ফলাফলের ওপরই নির্ভর করছে সিরিজের ভাগ্য। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আলো ছড়িয়েছেন লঙ্কান বোলাররা। ৮ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বেধে রেখেছেন ২২০ রানে। দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের আর দুটি উইকেট নিতে হবে লঙ্কানদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে সবচেয়ে বেশি ৫১১ রান করেছিলেন নাইম শেখ। গায়ানায় হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অবশ্য বাঁহাতি ওপেনারের খেলার কথা ছিল রংপুর রাইডার্সের জার্সিতে। তবে বাংলাদেশের ওয়ানডে দলে ফেরায় রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়া হচ্ছে না নাইমের। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গলে প্রথম ইনিংসে ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এনামুল হক বিজয়। পরের ইনিংসে অবশ্য ৪ রান করতে পেরেছিলেন। এমন পারফরম্যান্সের পরও কলম্বোতেও সাদমান ইসলামের সঙ্গী সেই বিজয়ই। সেটা না করে অবশ্য উপায়ও ছিল না বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সিরিজ শুরুর আগে গুঞ্জন ছিল লঙ্কাদ্বীপে হয়ত ওপেনিং করবেন নাজমুল হোসেন শান্ত। তবে গলের দুই ইনিংসে চারে নেমে সেঞ্চুরি পাওয়ার পর নিশ্চিতভাবেই নিজের পছন্দের জায়গা ছাড়তে চাইবেন না বাংলাদেশের অধিনায়ক। তাতে ওপেনিং থেকে বিজয়কে সরানোর খুব বেশি সুযোগ ছিল না বাংলাদেশের সামনে।
পাকিস্তানের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। আগে থেকেই জানা ছিল জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
হেডিংলিতে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে সাই সুদর্শনের। তবে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে টপ অর্ডার এই ব্যাটারকে নাও দেখা যেতে পারে। জানা গেছে এই ব্যাটার এখনও ফিট নন ম্যাচ খেলার মতো।
টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত তিন নম্বর ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। এই তারকা ব্যাটার বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। অজি অধিনায়ক প্যাট কামিন্স তাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই দেখছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটের পরের বিশ্বকাপটা হবে ভারত ও শ্রীলঙ্কায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে। ২০ দলের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিতে কোন ছাড় দিচ্ছে না নিউজিল্যান্ড। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে কিউইরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বিশ্ব ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও আন্তর্জাতিক ক্রিকেট নিজেদের মেলে ধরতে পারেন না। এনামুল হক বিজয়ও সেই ক্রিকেটারদের কাতারে নাম লেখাবেন কিনা তা এখনই বলে দেয়ার সুযোগ নেই। ডানহাতি ওপেনার বিজয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি।
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুই সেঞ্চুরির সুবাদে ২১ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৫ জুন বুধবার তাদের সাপ্তাহিক টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং হালনাগাদ করেছে।