এবারের এশিয়া কাপ ৮ দলের
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সেক্ষেত্রে দুবাই এবং আবুধাবিতেই হতে পারে সমস্ত ম্যাচ।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে এবার আর কোনো রাজ্য দল বা স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড। ঐতিহাসিক অ্যাশেজের আগে নিজেদের ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের সঙ্গেই লড়বে বেন স্টোকসের দল। এটিই হবে অ্যাশেজ যুদ্ধের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ।
ম্যাক্স সিক্সটি টি–টেন লিগে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো আন্তর্জাতিক তারকারা। জমজমাট টুর্নামেন্ট ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। যদিও খেলোয়াড়দের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের জেরে বন্ধ হয়ে গেছে টুর্নামেন্টটির একের পর এক ম্যাচ।
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান দল। পাকিস্তানের এমন অসহায় আত্মসমর্পণে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। পাকিস্তান সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তার।
ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম দিনটা মিশ্র অভিজ্ঞতায় পার করল ভারত। শুরুতে লোকেশ রাহুল ও ইয়াশভি জয়সাওয়ালের দারুণ উদ্বোধনী জুটি ভারতের ভিত গড়ে দিলেও, মধ্য সেশনে ইংল্যান্ডের ফিরে আসা আর ঋষভ পান্তের ভয়ানক চোট দিনটির সমস্ত আলো কেড়ে দেয়। ভারত দিন শেষ করেছে চার উইকেটে ২৬৪ রান নিয়ে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ঢাকায় আসছেন বিসিসিআইয়ের কেউ! এমনটা নিশ্চিত ছিল আগে থেকেই। ভারতের মতো ভেন্যু নিয়ে আপত্তি জানায় আফগানিস্তানও। যদিও আলোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত এসিসি সভায় যোগ দিতে রাজি হয়েছে তারা। ২৪ ও ২৫ জুলাই হতে যাওয়া সভায় অংশগ্রহণ করতে রাতেই বাংলাদেশ আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধিরা।
ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে এক সময় অনুষ্ঠিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। তবে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অভাব ও পৃষ্ঠপোষকদের অনাগ্রহের ২০১৪ সালের পর থেকে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। যদিও বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে ক্লাব বিশ্বকাপকে ফেরানোর আলোচনা করছে ভারত এবং ইংল্যান্ড। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালেই মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি।
২৪ ও ২৫ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই সভায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই সংবাদ প্রকাশ করেছিল ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
সবশেষ মে-জুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে বাংলাদেশ। একই সমান ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে পাকিস্তান। কয়েকমাসের ব্যবধানে আবারও পাকিস্তানের সঙ্গে খেলার সুযোগ হচ্ছে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের আলাপের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
‘কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে।’ সিরিজ হারের পর পাকিস্তানের সমালোচনায় এমন মন্তব্য করেছেন রমিজ রাজা। চলমান সিরিজ ধারাভাষ্য দিতে থাকা রমিজের মতো পাকিস্তানের ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রধান কোচ মাইক হেসনও ছাড় পেলেন না সমালোচনা থেকে। তানভীর আহমেদের চোখে হেসন একজন ‘থার্ডক্লাস’ কোচ।
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। এই সিরিজ হারের পর সাবেকদের রোষানলে পড়েছে সালমান আলী আঘার দল। দলটির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
সাউথ আফ্রিকার এসএ২০ লিগের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। সবশেষ মৌসুমে শিরোপা জিততে না পারলেও রানার্স আপ হয়েছে তারা। টুর্নামেন্টের প্রথম তিন আসরেই সানরাইজার্সের অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম। তবে নতুন মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাউথ আফ্রিকান এই অলরাউন্ডার।