এসএ২০ লিগের রিটেইন তালিকা প্রকাশ, নিলামে মার্করাম

ফাইল ছবি
সাউথ আফ্রিকার এসএ২০ লিগের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। সবশেষ মৌসুমে শিরোপা জিততে না পারলেও রানার্স আপ হয়েছে তারা। টুর্নামেন্টের প্রথম তিন আসরেই সানরাইজার্সের অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম। তবে নতুন মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাউথ আফ্রিকান এই অলরাউন্ডার।

promotional_ad

টুর্নামেন্টের চতুর্থ মৌসুমের জন্য মার্করামকে রিটেইন করতে চেয়েছিল সানরাইজার্স। তবে ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করে নিলামে নিজের নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্সকে দুইটি শিরোপা জেতানো অধিনায়ক। যদিও রাইট টু ম্যাচ ব্যবহার করে মার্করামকে দলে ফেরানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।


আরো পড়ুন

২৬ ডিসেম্বর শুরু এসএ২০

১০ জুলাই ২৫
ফাইল ছবি

প্রথম তিন আসরে ড্রাফট হলেও আগামী মৌসুমের আগে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এর আগে ২৩ জুলাই রিটেইন ও প্রি-সাইনিং ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে দলগুলো। সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টিয়ান স্টাবস, ফাফ ডু প্লেসি ও মার্কো জানসেনের মতো ক্রিকেটাররা আছেন রিটেইন ও প্রি-সাইনিংয়ের তালিকায়।


বিদেশি ক্রিকেটার হিসেবে নিকোলাস পুরান, রশিদ খান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও জস বাটলার আছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। নিয়ম অনুযায়ী, ৬ জনের বেশি ক্রিকেটার রিটেইন করতে পারবে না কেউই। নতুন করে যুক্ত করা হয়েছে ওয়াইল্ড কার্ড। পাশাপাশি ক্রিকেটারদের স্যালারি ক্যাপ ৩৯.১ র‌্যান্ড থেকে বাড়িয়ে ৪১ র‌্যান্ড করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে এসএ২০ লিগের চতুর্থ মৌসুম।


নিলামের আগে ৬ দলের রিটেইন ও প্রি-সাইনিং তালিকাঃ—


এমআই কেপটাউন—


রিটেইন— ট্রেন্ট বোল্ট, রশিদ খান, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা, জর্জ লিন্ডে, কর্বিন বশ


প্রি-সাইনিং— নিকোলাস পুরান


promotional_ad

সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ—


আরো পড়ুন

সাউথ আফ্রিকাকে শিরোপা জিতিয়ে আইসিসির জুনের সেরা মার্করাম

১৪ জুলাই ২৫
আইসিসি

প্রি-সাইনিং— জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, অ্যাডাম মিলনে


রিটেইন— ট্রিস্টিয়ান স্টাবস


ওয়াইল্ড কার্ড—মার্কো জেনসেন


জোবার্গ সুপার কিংস—


রিটেইন— ফাফ ডু প্লেসি, ডনোভান ফেরেইরা


প্রি-সাইনিং—জেমস ভিন্স, আকিল হোসেন


প্রিটোরিয়া ক্যাপিটালস—


প্রি-সাইনিং— আন্দ্রে রাসেল, উইল জ্যাকস, শেরফান রাদারফোর্ড


পার্ল রয়্যালস—


রিটেইন—লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, ডেভিড মিলার, বিজর্ন ফরটুইন


প্রি-সাইনিং— সিকান্দার রাজা, মুজিব উর রহমান


ডারবান সুপার জায়ান্টস—


প্রি-সাইনিং— সুনীল নারিন, জস বাটলার


রিটেইন—নূর আহমেদ


ওয়াইল্ড কার্ড— হেনরিখ ক্লাসেন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball