
এক ওভারে বোল্টের ৬ ইয়র্কার, মুগ্ধ জয়াবর্ধনে
বিশ্ব ক্রিকেটে নিখুঁত ইয়র্কার দেয়া বোলারদের নামের তালিকা করলে উপরের দিকেই থাকবেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান এই কিংবদন্তি অবসরে গেছেন অনেকদিন হলো। এখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। এবার তার দলেই খেলা ট্রেন্ট বোল্ট এক ওভারে ৬টি ইয়র্কার করে অবাক করে দিয়েছেন।