ছিটকে গেলেন মায়াঙ্ক, লক্ষ্ণৌতে সুযোগ পেলেন ভারতকে কাঁপানো ও’রুর্কি

ছবি: উইলিয়াম ও’রুর্কি (বামে) ও মায়াঙ্ক যাদব (ডানে)

আইপিএলের মেগা নিলামের আগে লক্ষৌ যে তিনজন ক্রিকেটারকে রিটেইন করেছিল তাদেরই একজন মায়াঙ্ক। যদিও সেই সময়ও চোটে ভুগছিলেন তিনি। আইপিএলের মাঝ পথে চোট কাটিয়ে ফিরে দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে আইপিএল বন্ধ হয়ে যায়।
চোট কাটিয়ে লক্ষ্ণৌ দলে ফিরছেন মায়াঙ্ক
১৪ এপ্রিল ২৫
আইপিএল আবারও শুরুর ঘোষণা দিলে বড় দুঃসংবাদ পায় লক্ষৌ। এই পেসারকে ছাড়াই আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে হবে তাদের। আইপিএলের গত আসরেই দারুণ গতির কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মায়াঙ্ক। এমন পারফরম্যান্সে ভারতীয় দলের পেস বোলারদের বিশেষ চুক্তিতেও জায়গা পেয়েছিলেন তিনি।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার আগেই চোটের কারণে মাঠে বাইরে চলে যেতে বাধ্য হন এই পেসার। দীর্ঘদিন তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে নিজের পুনর্বাসন চালিয়ে গেছেন। সেই সময় আবার বিচানার সঙ্গে ধাক্কা খেয়ে পায়ে ব্যথা পান মায়াঙ্ক। এরপর সেখানে ইনফেকশন হয়। যাতে করে তার মাঠে ফেরা বিলম্বিত হয়েছে।
আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি
৯ ঘন্টা আগে
লক্ষৌ দলে যোগ দেয়ার পর তাকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন দলটির মেন্টর জহির খান। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দেয়া সব রুটিন অনুসরণ করেই আবার মাঠে ফিরেছেন বলে জানিয়েছিলেন তিনি। তবে সেই ফেরা আর লম্বা হতে পারল না পুনরায় চোট পাওয়ায়।
এদিকে কিউই পেসার ও’রুর্কি প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয় তার। পাঁচ ম্যাচে অভিষেক সিরিজে শিকার করেন ৫ উইকেট। পাশাপাশি ১০টি টেস্ট ও ১৭ টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
ও’রুর্কি সর্বশেষ ভারত সফর দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে পা রাখেন। কানপুরে অভিষেক টেস্টেই এই পেসার নেন ৪ উইকেট। প্রথম ইনিংসে ৮৯ রানে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নেন ১ উইকেট। সেই টেস্টে শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজার মতো ব্যাটারকে আউট করেছিলেন তিনি। রিভার্স সুইং আর বাড়তি বাউন্সে ভারতীয় ব্যাটারদের নাভিশ্বাস তুলেছিলেন তিনি। মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে ৩.৭৮ ইকোনোমিতে নেন দুটি উইকেট। তার ১৪০ কিলোমিটার গতির বল সেই টেস্টেও ভারতের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।