
মিরাজের সেঞ্চুরিতে মোহামেডানের দাপুটে জয়
মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পুরো ডিপিএল জুড়ে মিডল অর্ডারে ব্যাটিং করলেও তামিম ইকবালের অসুস্থতায় ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলেছেন ১০৩ রানের ইনিংস। মিরাজের সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন রনি তালুকদার। তাদের দুজনের ব্যাটে শাইনপুুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।