বরিশালের প্রধান কোচের দায়িত্বে আশরাফুল

মোহাম্মদ আশরাফুল
গত মৌসুম থেকে রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল। দলটির ব্যাটিং কোচ হিসেবে জিতেছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা। এবারও গ্লোবাল সুপার লিগে রানার্স আপ হয়েছে বাংলাদেশের দলটি। এর নেপথ্যে অবদান আছেন বাংলাদেশের প্রথম পোস্টার বয়ের।

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগেও কোচ হিসেবে হাত পাকিয়েছেন আশরাফুল। নারী ডিপিএলে তিনি গুলশান ইয়ুথ ক্লাবের প্রধান কোচ এবং ছেলেদের ডিপিএলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে কোচের ভূমিকায় দেখা যাবে জাতীয় ক্রিকেট লিগে।


আরো পড়ুন

বিপিএলের মান উন্নয়ন নিয়ে রাজিন-নাফিস-আশরাফুলদের সঙ্গে বিসিবির বৈঠক

১৭ ফেব্রুয়ারি ২৫
সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুক আহমেদের বৈঠক, ক্রিকফ্রেঞ্জি

বরিশাল বিভাগের হয়ে কোচিং করাতে দেখা যাবে তাকে। আশরাফুল নিজেই বোর্ডের কাছে কোচিং করানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই তাকে বরিশালের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।


promotional_ad

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'বরিশাল টিমকে নিয়ে আমরা খুব গুরুত্বসহকারে চিন্তা করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ওয়ান অব দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল। তাকে আমরা বরিশালে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি এবং সে আগ্রহ দেখিয়েছে। সে নিজেই বলেছে সে কোচ হতে চায় এবং যেহেতু সে দুই বছর আপনার বরিশালে খেলেছে, তাই তাকে আমরা সেখানে কোচ হিসেবে নিয়োগের পরিকল্পনা করেছি এবং রাখবো।'


আরো পড়ুন

বরিশালের সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বে অ্যাকশন নেবে বিসিবি

২ আগস্ট ২৫
ফাইল ছবি

আশরাফুল ছাড়াও বাংলাদেশের হয়ে খেলা আফতাব আহমেদ, আল শাহরিয়ার রোকন ও মোহাম্মদ সেলিমের মতো সাবেক ক্রিকেটারদের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত করার আলোচনা চলছে বলে জানিয়েছেন আকরাম। এর ফলে দেশের তরুণ ক্রিকেটাররা শেখার সুযোগ পাবেন বলেও বিশ্বাস টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যানের।


আকরাম বলেন, 'এর বাইরে যারা বাংলাদেশের হয়ে খেলেছে, সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে, ওদের সাথেও আমরা আলাপ-আলোচনা করবো। তারা যদি ফ্রি থাকে, ওরা যদি আগ্রহী থাকে, তো ওদেরকেও আমরা এনে যে ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, ওখানে ওদেরকে যুক্ত করবো। যেহেতু এদিক থেকে আমি শিওর যে আমাদের প্লেয়াররা উপকৃত হবে।'


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হবে ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। চূড়ান্ত পর্ব ৪ অক্টোবর। এনসিএল প্রথম শ্রেণির চার দিনের ম্যাচ শুরু হবে ১৫ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর। আশরাফুল দুই ফরম্যাটেই বরিশালের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball