promotional_ad

মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন প্রধান নির্বাচক

গাজী আশরাফ হোসেন লিপু ও মোসাদ্দেক হোসেন
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটি মন্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে আছেন তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।

promotional_ad

এই বক্তব্যের পর আর গণমাধ্যমের মুখোমুখি হননি প্রধান নির্বাচক। বুধবার তিনি ক্যান্টির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন তিনি মোসাদ্দেকের কাছে দুঃখপ্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।


আরো পড়ুন

১৩ বছরে ৯ শিরোপা জিতেছি, ডেডিকেশন ছিল আবাহনীতেই খেলার: মোসাদ্দেক

২৯ এপ্রিল ২৫
আবাহনীর অনুশীলন জার্সিতে মোসাদ্দেক হোসেন

লিপু বলেছেন, ‘আপনারা অনেকেই ইউটিউবিং করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমিও কলাম লিখতাম, সেখানে শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম।’


promotional_ad

এরপর লিপু বলেন, ‘আমি আসলে একটা প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ সুযোগ নেই। সে রাতেই প্রস্তুতি ম্যাচ দেখতে চট্টগ্রামে যাওয়ার পর ওখানে মনে হলো, আমি তিনটা শব্দে ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ অনেক কম। এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল।’


আরো পড়ুন

যতক্ষণ মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই: লিপু

২৩ জুন ২৫
মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ, ফাইল ফটো

মোসাদ্দেক বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। শেষবারের প্রিমিয়ার লিগেও রেখেছেন পারফরম্যান্সের উজ্জ্বল ছাপ। পুরো আসরে ১৬ ম্যাচে ৪.০৪ ইকোনমি রেটে নিয়েছেন আসর সর্বোচ্চ ৩০ উইকেট। ব্যাট হাতেও কম যাননি আবাহনীর শিরোপাজয়ী অধিনায়ক। ১৪ ইনিংসে ৪৮.৭০ গড়ে ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ৪৮৭ রান করেন মোসাদ্দেক।


তার মতো পারফর্মার জাতীয় দলে কেন উপেক্ষিত সেটাই বড় প্রশ্ন। এদিকে নিজের ভুল বুঝতে পেরে মোসাদ্দেকের সঙ্গেও নিজের অবস্থার পরিস্কার করেছেন লিপু। সেই তথ্য জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমি নিজেও জিনিসটা উপলব্ধি করেছিলাম, আমি ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুই দিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম, আমি এভাবে বোঝাতে চাইনি। আমি তাকে সরি বলেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball