
সাদিকুর-বিজয়ের ঝড়ো হাফ সেঞ্চুরিতে গাজীর তৃতীয় জয়
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৬১ রানে অলআউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শামিম মিয়া, তোফায়েল আহমেদের বোলিংয়ের সামনে জুবায়ের হোসেন ছাড়া এ দিন কার্যকরী ইনিংস খেলতে পারেননি কেউই। শামিম, তোফায়েল- দুজন বোলারই নেন তিনটি করে উইকেট। জবাবে দুই ওপেনার সাদিকুর রহমান এবং এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরিতে সহজেই মৌসুমের তৃতীয় জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।