সৌম্যর ১৫৩* রানের পর রূপগঞ্জের বিশাল জয়

ছবি: তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি

তার সেঞ্চুরিতে ভর করেই আগে ব্যাট করে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রূপগঞ্জ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৩০ রানে অল আউট হয়েছে অগ্রণী ব্যাংক। ফলে ১০৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অগ্রণীর ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারেননি।
সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের
৯ মার্চ ২৫
৪৭ রানে ভাঙে তাদের ওপেনিং জুটি। ইমরানুজ্জামানের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৯ রান। ৪৮ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনার অমিত হাসান। অধিনায়ক ইমরুল কায়েসও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ফিরেছেন ২৩ রান করে। মিডল অর্ডারে শুভাগত হোম করেন ১৮ বলে ৩৯।

তবে একপ্রান্ত আগলে রেখে ৯৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। তবে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষদিকে জাহিদ জাভেদ ৩৯ বলে ২১ রান করলেও রূপগঞ্জের দেয়া লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি অগ্রণী। রূপগঞ্জের হয়ে একাই ৩ উইকেট নেন সাইফ হাসান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ রিজওয়া, স্বাধীন ইসলাম ও টিপু সুলতান। একটি উইকেট পান আব্দুল হালিম।
পদত্যাগ করছেন না সৈকত, সিসিডিএমে যোগ দিচ্ছেন ফাহিম
১ ঘন্টা আগে
এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মিলে উড়ন্ত সূচনা এনে দেন রূপগঞ্জকে। দুজনে মিলে যোগ করেন ৮১ রান। তানজিদ ও সাইফ ফেরেন ৪৩ রান করে। এরপর মেহেদী মারুফ ২৪ রান করে আউট হলেও সৌম্য আফিফ হোসেনকে নিয়ে রূপগঞ্জকে বড় সংগ্রহ এনে দিয়েছেন।
মারুফকে নিয়ে সৌম্য তৃতীয় উইকেটে যোগ করেন ৭৭ রান। চতুর্থ উইকেটে আফিফকে নিয়ে ১৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রূপগঞ্জকে বিশাল পুঁজি এনে দেন সৌম্য। ১৫৩ রানের ইনিংস খেলায় পথে সৌম্য উইকেটে ছিলেন ১৬১ মিনিট। তার ইনিংস সাজানো ছিল ১৭ চার আর ৬ ছক্কায়। আফিফ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ বলে ৪৯ রান করে।