লিটন-সাব্বির ব্যর্থ, জিতল গুলশান
গুলশান ক্রিকেট ক্লাব জিতলেও রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে চতুর্থ রাউন্ডে ছিলেন না লিটন দাস। এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরলেও ব্যাট হাতে রানের দেখা পাননি ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। মিরপুরে তৌফিক আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২২ রান। দুটি চার মারলেও সব মিলিয়ে ৩৭ বল খেলতে হয়েছে তাকে। লিটনের ব্যর্থতার দিনে আজিজুল হক তামিম ছাড়া গুলশানের বাকি ব্যাটাররাও সুবিধা করে উঠতে পারেননি।